বৃদ্ধাশ্রমে আছি আমি
বৃদ্ধাশ্রমে আছি,
চারকোণা এই বন্দি জেলে
কেমনে একা বাঁচি।
খোকা কেমনে একা বাঁচি!
যখন তোমার কেউ ছিলনা
তখন ছিলাম আমি,
মা যে এখন বোঝা খোকার
বউটা অনেক দামি।
বৃদ্ধাশ্রমের অনাথ আমি
পরের দয়া যাচি।
খোকা রে তুই অনেক বড় স্যার
আছে দালান বাড়ি,
সংসারে তোর বউ পোলাপান
আমি এখন ভারি।
বৃদ্ধাশ্রমে রেখে আমায়
খেলিস কানামাছি!
সাগর জলে চোখের কোণে
বন্যা নামে যখন,
আমায় ছেড়ে যেওনা মা-
কান্না শুনি তখন।
বুক ফেটে যায় ভাঙ্গে হৃদয়
কেমনে আমি বাঁচি!
এতো কিছুর পরেও আমি
দোয়া করি খোকা,
ভালো থাকিস স্বর্গে থাকিস
পাস না কারো ধোঁকা!
চোখের নদে বন্যা নামা
সাগর জলে ভাসি।
মির্জা মোহাম্মদ নুরুন্নবী নূর- কবি