যেই পাখিটা কদমগাছে ভিজে হলো সারা
বললো ডেকে- বৃষ্টি এলো ভিজবে কারা কারা?
টুনটুনিকে বলি- বাবা, তোমার সাথেই আছি-
মালকোঁচা দে সারা উঠোন করবো নাচানাচি।
হাতছানি দে বললো ডেকে ব্যাঙের পুলাপান,
তোর গোসলের জন্যে মাবুদ বৃষ্টি করেন দান।
এর পরে কি ঘরের কোণে থাকতে আমি পারি?
নন্দী বিলে ঝাঁপই খেলি ব্যাঙ মামাদের বাড়ি।
কলাপাতার ছাতি মাথায় হাটুরে যায় হাটে,
আমি তখন ভিজে সারা নলখাগড়ার মাঠে।
টিনের চালে ঝুমুর ঝুমুর বৃষ্টি যখন পড়ে-
কেউ কি রাখে মনের খবর? কেমনটি সে করে?
রফিকুল্লাহ্ _ কালবী –
কবি ও সাহিত্যিক
কুষ্টিয়া।