কত বৈশাখ এসে গেছে ,কত বৈশাখ কেটে গেছে জীবনের হয়েছে কতটা পরিবর্তন?
জীবন রয়েছে ঠিক খাজনার পরিতোষে
মন্দভাষে আগেরই মতন;
কত আসা যাওয়া কত বৈশাখ
কত রঙধনু পাড় শাড়ি কত আলতা কত চূড়ি কত আসবাব;
কত সাজে সাজায় চিত্ত এ বৈশাখ!
বিত্তে – বৈভবে, সাজে- অসাজে
বিনা কাজে খৈ ভাজে গতানুগতিকতায়
গড্ডালিকায়;
গরীবের পান্তা ভাত সকালের খাওয়া হয় এক বেলাকার
ইলিশ জুড়ে ধুম ধারাক্কা অফার
এই নাকি কাঁচা,মরিচ হলুদ রঙ বাঙালির কালচার
আদতে স্বভাবে নেই কোনো পরিবর্তন
নেই নতুন যুগের সূচনা
কাঁচা মিঠে আম, কাদা মাখা পথ ঘাঠ
শিশুদের দৌড় ,ঝাঁপি খুলে আনন্দ
রাতভর পুঁথি পাঠ
মুড়ি- বাতাসা, মুড়কি
মাটির তৈজসপত্রাদি এই সব বোশেখের সম্ভার
কিছু ই নেই —
সব পড়ে আছে শহুরে মন – মানসিকতাতেই;
এক দিনের ভাবনা শুধু বোশেখ ঘিরে লৌকিকতার
সব এত কিছু দেখে ঘুম এসে যায় আমার!
হাসনা জাহান মায়া- কবি ও সাহিত্যিক।