নববর্ষের নব উদ্দমে হোক
নব জীবনের হালখাতা।
দূর হোক অতীতের যতো ব্যর্থতা
ঘুচুক মুঢ়তা মুছে যাক দীনতা
গঙ্গাজলে স্নাত হোক গ্লানি,মলিনতা।
দেখ বন্ধ চোখ খুলে-
ফাগুন হাওয়ার আলিঙ্গনে
জোয়ার এসেছেন প্রাণে
রঙ লেগেছে বিরহ-বিধুর মনে;
নব সাজে সেজেছে বৃক্ষ-লতা
পান্ডুবর্ণ বয়সী পাতা
পেয়েছে বিদায়ের বারতা
এখন শাখায় চিকচিক কচিপাতা
প্রকৃতির বুকে সবুজের সমারোহ।
চিতার আগুনে ছাইভষ্ম যতো
বিষাদিত মোহ!
তুমি কেন নিশ্চুম! কেন আনমনে?
ওগো বন্ধু!বৈশেখের আমন্ত্রনে-
মতো উঠো জীবনের জয় গানে।
আশরাফুল ইসলাম – কবি ও সাহিত্যিক।