প্রতারণার আঘাতে বিশ্বাসের কর্নিশ
ভেঙে ভেঙে জীবন বড়ই বেহাল|
মনের মৃত্তিকাকে লবনাক্ত করছে
দুচোখে ভেসে যাওয়া নোনা জল|
ভালোবাসার ফসল ফলানো আজ
প্রায় অসম্ভব হয়ে উঠছে|
হৃদয়ের জমি দিনে দিনে বিষাক্ত,
বন্ধ্যা, পরিত্যক্ত হয়ে যাচ্ছে|
যে জমি সারা বছর দিয়েছে ফসল
সবুজ, শ্যমল |
সে জমি আজ ফুটিফাটা, রিক্ত,
বিদীর্ণ , অচল |
সোনালি ফসলের স্বপ্ন
বুকের ভিতর দাপিয়ে মরছে|
অব্যক্ত, ভাষাহীন যন্ত্রনা সবার অলক্ষে
হৃদয়ের তাপে গলছে|
হারিয়ে গেছে সুৃখের পাখি ,
শূন্য খাঁচাই আজ সম্বল|
ডাকাতের দল শান্তি নিয়েছে
অসহায়, নিঃস্ব আজ মনের বল|
ডুবুরি নিয়েছে নিষ্ঠুর হাতে
বিশ্বাসের মুক্তা খানি|
ভাঙা ঝিনুকের মত পরে আছে
আমার ভাঙা হৃদয় খানি|
টুম্পা পাল- কবি ও সংগঠক।