সব সহ্য করতে পারি
কিন্তু তুমি অন্যের সাথে কথা
বলো সহ্য করতে পারি না |
তুমি কিন্তু আমার প্রথম
তুমি শেষ |
তবে কেনো আজ বলছো
তুমি ভালোবাসতে শিখিয়েছ
আর অন্তরের প্রশান্তি ও দিয়েছে
কোন বেদনার ছায়া
অন্যের জন্য এতো মায়া |
যাবার বেলা গেলে
নিজের অজান্তে আমার ছায়া নিয়ে
একটু চোখের পানিতে কষ্ট পেয়ে
সবার সাথে ঝগড়া করতে
আর এখন۔۔ অন্যের চোখের পানি দেখে
আমাকে কষ্ট দাও
একান্ত আপন ছিলাম
কেনো অবহেলা পেলাম |
বলতে পারো কী ?
তোমার মনের শুভ্র পাতায়
আমার প্রেম মধুময়
চলতে পিছু পিছু
আজ মাথা নিচু
কোমল ঘাসের চাদর আনি
ধীরে ধীরে বিছিয়ে দিয়েছো
মাটির সমাধিখানি |
প্রাণের কথা মনের ব্যথা
ভাবিনা কে আপন কে পর
তোমার আপন ঘর
জুড়াতো আমার মন দিনভর |
রুপালি জোছনা নিতি
রচে করুণ গীতি
উজাড় করে দিয়েছি যা
পড়িছে ঝরিয়া তা
আঁখির তারা যদি নিভে
মুক্তি তবেই পাবে |
খন্দকার রোমেনা- কবি ও সাহিত্যিক।