Take a fresh look at your lifestyle.

ভালোবাসার উষ্ণতায়

464

 

গভীর রাতে চারিদিকে যখন নেমে আসে নিস্তব্ধতা;
কল্পনায় তখন আমি ভ্রমর হই,মধু খুঁজি প্রস্ফুটিত গোলাপি পদ্মে।ঘনকালো অরণ্য তখন বেলি ফুলের সুগন্ধে পূর্ণ থাকে,মাতাল হয়ে উঠি আমি;
প্রশ্বাসগুলো দীর্ঘ হয়ে ওঠে,হঠাৎ হয়ে উঠি আবার রূপকথার নায়ক,রাজকন্যার শিয়রে তখন উজ্জ্বল মায়াবী রূপোলী আলো।
একটা শীতল বাতাস আচমকা ছুঁয়ে যায় কখনও জেগে থাকা আমাকে,উষ্ণতা চায় দেহ;কি যেন বলে ওঠে রাতজাগা এক পাখি,অপ্সরার হাতের বাঁধনে স্বেচ্ছায় বন্দী হই,মুক্তোঝরা হাসিতে নতুন করে বেঁচে উঠি,আদিম যুবক হই চন্দ্রমুখীর ভালোবাসার উষ্ণতায়।

 

পিন্টু কুন্ডু – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.