ভালোবাসা মানে কি??
সেকি বসরাই গোলাপের ছড়িয়ে থাকা
সুবাসিত কোমল পাঁপড়ি
নাকি, শুকিয়ে যাওয়া এক নীল পদ্ম!
ভালোবাসা মানে কি?
মরুভূমি দগ্ধতায় পুড়ে যাওয়া একটি মন
নাকি, শ্রাবনে রিমঝিম বৃষ্টির শীতলতা।
ভালোবাসা মানে কি?
সকালের শিশির ভেজা ঘাস,কুয়াশা ঢাকা দিন
নাকি, হিমেল হাওয়ায় বুলিয়ে যাওয়া আদরমাখা কোন পরশ।
ভালোবাসা মানে কি?
বসন্তে কোকিলের হৃদয় ভাঙ্গা কুহুতান
চারিদিক থেকে ভেসে আসা ফুলের ঘ্রাণ
নাকি, গ্রীস্মের তাপে চৌচির হয়ে যাওয়া
একটি ঘুঘুর করুণ আর্তনাদ !
ভালোবাসা মানে কি?
তোমার জন্য আজীবন আমার অপেক্ষার পালা
নাকি, তোমায় ভেবে ভেবে গোপনে অশ্রুর বাঁধ।
ভালোবাসা মানে কি?
খেয়ালের দরজা খুলে,
মনের কথকতা নীরব বিষন্নতা
সবকিছু ভুলে যাওয়া-
একটা জীবনে কতোটা প্রহর
এক প্রহরে কত জীবন?
শত সহস্র মন ভাঙ্গাগড়া আবার নতুন করে,
নতুন আলোয় পথ দেখা নতুন কোন ভোরে।
পারভীন আকতার পারু- সহ সম্পাদক, চেতনা বিডি ডটকম।