আমার দেশে ফেব্রুয়ারি এলে
ভাষার তরে আবেগ পাখা মেলে
ভালোবাসার বন্যা বয়ে যায়।
আংরেজি আর হিন্দিভাষা মিলে
মুণ্ড-মাথা খাচ্ছে সবই গিলে
আমরা এখন কোথায় যাবো হায়!
ভাষা এখন গাধার পিঠে চড়ে
যাচ্ছে যেনো দূরের পানে সরে,
অফিস পাড়ার সব কাগজে ভুল
কবির খাতায় ভুলে ভরা পাতা
সাংবাদিকও লিখেছে এখন যা তা।
বাংলা আমার পায় না খুঁজে কূল।
আবু সাইফা – কবি, সাহিত্যিক ও সাহিত্য সমালোচক।