ভুল করা মানুষের স্বভাব,
আমিও করেছি তাই।
ভুলের মাঝে ভালোবাসা ছিল,
তুমি করোনি যাচাই।
বিষণ্ণ লাগে আজ আমার ভালোবাসা,
ভালো লাগে না কোন কথা।
জানি বুঝে না বুঝে তোমায় আমি,
দিয়েছি অনেক ব্যথা।
দূরে সরে গেছি তোমার থেকে,
পেরিয়েছি তোমার গন্ডি।
চার দেয়ালের মাঝে নিজেই আমি,
নিজেকে করেছি বন্দী।
ভুল করেছি বলে, করোনি ক্ষমা
ভুলে গেছ তুমি আমায়।
তোমার ভুলগুলো ভুলে গিয়ে আমি,
ভালোবাসি আজও তোমায়।
মনোয়ারা আক্তার – কবিও মডারেটর চেতনায় সাহিত্য।