মহাকালের ভুলগুলো সব শুদ্ধ ঘোষিত হোক,
মুছে যাক মানবজাতির আদিপাপ।
পূণ্যের ত্রিদিবে বসবাস করুক –
আদি পিতা আদম ও মা হাওয়া।
শয়তানের প্ররোচনায় রচিত হোক উদাত্তস্বর,
গন্ধম ফলের নিষেধাজ্ঞায় হোক তাদের সাওম পালন।
খুলে যাক রাবণের ছদ্মবেশী “ভিক্ষাম দেহি”,
মুছে যাক সীতাদেবীর লক্ষণরেখা লঙ্ঘনের ইতিহাস।
ভুলগুলো সব শুদ্ধ ঘোষিত হোক।
ঘৃণা জন্ম নিক প্যারিসের মনে পৃথিবীর শ্রেষ্ঠ
সুন্দরী হেলেনের প্রতি,
দমে যাক ক্রোধ স্পার্টার রাজা মেনেনাসের,
বছরের পর বছর ধরে যুদ্ধ হোক শান্তিতে পরিণত।
ট্রোজান হোর্সের প্ররোচিত ফাঁদ জেনে নিক প্যারিস,
বেঁচে যাক ট্রয় নগরীর মানুষগুলো,
মুছে যাক ইতিহাসের পাতা থেকে ট্রয় নগরীর
ধ্বংসলীলা।
ভুলগুলো সব শুদ্ধ ঘোষিত হোক।
যে প্রণয়ের প্রহেলিকায় সৃষ্ট তোমার আমার
ভুল অতীত –
প্রগলভ বসন্তের রঙে মোড়ানো ইতিহাসের পাতা,
স্নানের ঘরে তা শুদ্ধ হোক,
যাক মুছে যাক জীবন থেকে সেই কয়েকটি বছর।
ভুলগুলো সব শুদ্ধ ঘোষিত হোক।
নাদিরা ইসলাম নাইস- কবি লেখক শিল্পী সংগঠক