ভোরের শিশিরে সুখ খুঁজতে চেয়েছি
আকাশের বুকে সাদা মেঘের ছোঁয়ায়।
ধূসর কুয়াশায় কেবল ছেয়েছে আকাশ
শিশির ঝরেছে যেনো অভিমানী প্রণয়ে।
সবুজ শ্যামল ঘাসের বিছানায়
শিশির বিন্দু সেজেছে মুক্তোর সাজে।
নবান্নের আনন্দে মেতেছে সবাই
পারিযায়ী পাখিদের মিলন মেলায়।
চাষীর কন্ঠে ফসলের গান
উল্লাসে ফেটে পড়ে বাঙ্গালীর প্রাণ!
সোনালী ধানে আর নবান্নের ঘ্রাণে
আল্পনা আঁকি যেনো মন আঙিনায়।
নিশি ভোর হয় তোমার প্রতিক্ষায়
রক্তজবা রঙ্গে আবেগ বৃন্তে।
প্রদীপ জ্বালিয়ে প্রহর গোনে সোনা বৌ,
সন্ধ্যার আকাশের চাঁদ বিরহে কাঁদায়।
ধনচে পাতার শিরশির ছন্দে
বাঁশ বাগানে পাতার ফাঁকে ফাঁকে।
রাত নিঝুমে শান্ত কিষান কিষানী
জোনাকি ছোটে নিয়ে আগুন বুকে।
ভোর আসে আবার নতুন রুপে,
নবান্নের ঘ্রাণে পাখির গানে কালজয়ী শিশিরে।
পারভীন আকতার পারু – সহ সম্পাদক চেতনা বিডি ডটকম।