Take a fresh look at your lifestyle.

মঙ্গলা বরণ

1,559

 

কৃপা করো দুর্গা মাতা,
মাগো, দয়া করো নরাধমে ।
কৃপা করো দুর্গা মাতা…..
মাগো, ক্ষমা করো এ পাপীরে ।।
দুর্গা মা….. মাগো আমার,
ভক্তিভরে অঞ্জলি দিতে,
এসেছি মা তোমার দুয়ারে ।
কৃপা করো দুর্গা মাতা,
মাগো, দয়া করো এ নরাধমে,
কৃপা করো দুর্গা মাতা,
মাগো, ক্ষমা করো এ পাপীরে ।।

তোমার ধরাকে লঙ্কা ভেবে,
দুর্গা মা……(২) দুর্গা মা জননী আমার ।
তোমার ধরাকে লঙ্কা ভেবে,
পাপ করেছি জ্ঞানে অজ্ঞানে,
তোমার ধরাকে লঙ্কা ভেবে (২)
সীতা হরণ করেছি রাবণ সেজে, (২)
পাপের ভাণ্ডার আজি পরিপূর্ণ ।
কৃপা করো দুর্গা মাতা,
মাগো, দয়া করো এ নরাধমে ।
কৃপা করো দুর্গা মাতা,
মাগো ক্ষমা করো এ পাপীরে ।

পাপের ঝুড়ি মাথায় লয়ে,
পরকালের ক্ষীণ ভয়ে ।
দুর্গা মা….. মাগো আমার,
পাপের ঝুড়ি পূর্ণ করে,
নরকবাসে ভীত হয়ে
এসেছি মা তোমার দ্বারে । (২)
ঠাঁই দাও তোমার পবিত্র পদতলে,
দয়া করো এ পাপীরে ।
কৃপা করো দুর্গা মাতা,
মাগো, পার করো এ নরাধমে ।
কৃপা করো দুর্গা মাতা,
মাগো, দয়া করো এ পাপীরে ।।
ভক্তিভরে অঞ্জলি দিতে, (২)
এসেছি মা তোমার দুয়ারে ।
কৃপা করো দুর্গা মাতা,
মাগো, ক্ষমা করো এ নরাধমে ।

 

নীল – কবি, সাহিত্যিকও সাহিত্য সমালোচক। 

Leave A Reply

Your email address will not be published.