ভালো থাকার মাধ্যম
বই হলো সে উত্তম।
পেয়েগেছি রাস্তা
কিনে বই সস্তা।
সারাদিন গেল কই?
নয়তো সমায় ভাববার ওই
কারণ,হাতে আছে বই।
ছেড়ে দিয়ে সকল সখী
বই বানালাম সাথী।
সাহিত্য, কবিতার ছন্দে
পড়ি মনের আনন্দে।
সকল চ্যাপটা বাদ দিয়ে
ম্যাথ নিয়ে বসেছি।
হিসাবের খাতা খুলে দেখি
জীবনে শুধু শূন্যই পেয়েছি।
শাপলা মিরা- কবি।