দীর্ঘ পথ-
একা একা বেয়ে যাবে মাঝি,
এ তার চলার শপথ;
সবুজ গাঢ় নদী পথ বেয়ে
তাই তো মাঝি আসছে ধীরে
পাহাড়ের ঢাল বেয়ে বয়ে যাওয়া
যৌবনবতী নদী পার হয়ে!
শান্ত শীতল হাওয়া তুলছে নদী
নতুন বৈশাখের আগে
নদী মেখে মেখে তার এই নীরব চলাচল
বাতাসের হালকা ভীড় বড় ভালো লাগে!
হাসনা জাহান মায়া- কবি ও সাহিত্যিক