মাঝে মাঝে নিখোঁজ হতে চায় মন,
মনে মনে কাকে যেন খুঁজি সারাক্ষণ,
মাঝে মাঝে আকাশ হতে ইচ্ছে করে মন,
জানিনা কেন কি কারণ।
মাঝে মাঝে সাগর হতে চায় মন,
এতো পানি কেন তার বুকে,
প্রশ্ন জাগে সারাক্ষণ।
মাঝে মাঝে পাহাড় হতে চায় মন,
জমা কথাগুলো বলবো ভাবি তখন
পাহাড়ের সাথে হবে আলাপন।
কিন্তু আমার কিছুই হওয়া হয়না।
জীবন বয়ে যায়, সময় ও হারিয়ে যায়।
দিন গড়িয়ে মাস,মাস শেষে বছর আসে,
আমার আকাশ, সাগর, পাহাড় হতে চাওয়ার ইচ্ছেটা
দিন দিন বাড়তে থাকে,
আমার ইচ্ছেগুলো আমি দুরে সরিয়ে রাখি,
আমি আমার মনের কাছে হার মানি।
কিন্তু হেরে যাইনা।
বেঁচে থাকি আমি আমার ইচ্ছেগুলোকে
বুকে বয়ে নিয়ে,
বেঁচে আছি আমি আমার ইচ্ছেগুলোকে
বুকে নিয়ে,
এই তো বেশ আছি, ভালোই আছি।।
মোহছেনা সুমি – কবি