জীর্ণ শীর্ণ মানুষ আমি মানব সেবা করি,
মানবতার টানে আমি সিঁড়ি ধরে টানে।
আমি যখন ক্লান্ত হয়ে পর্বতের পাশে বসি,
আমাকে পর্বত থেকে আরো যেন উঁচু মনে হয়। পাহাড় দেখে অনায়াসে বলতে পারি এটা পাহাড়,
ফুল দেখে অনায়াসে বলতে পারি এটা ফুল,
পাখি দেখে অনায়াসে বলতে পারি এটি পাখি,
নদী দেখে অনায়াসে বলতে পারি এটা নদী,
আকাশ দেখে অনায়াসে বলতে পারি এটা আকাশ,
অথচ আমি মানুষ দেখে সহজে বলতে পারিনা
সে একজন মানুষ ;
আমি বহুদিন ধরে মানুষ দেখি না
দেখি না মানুষ বহুদিন ধরে
দেখিনা বহুদিন ধরে মানুষ।।।
মোহাম্মদ নজরুল ইসলাম – কবি ও সাহিত্যিক।
নিউইয়র্ক