মানুষের সভ্য হতে সততা লাগে,
সাথে লাগে সততার একটু জ্ঞান।
এই দুটি গুণ থাকলেই মানুষের,
পাবে অসভ্যতা থেকে পরিত্রাণ।
সমাজের সভ্য মানুষ সম্মানি হয়,
আর তাঁরা হয়ে থাকে বিচক্ষন।
তাঁদের জীবন যাপন সুন্দর হয়,
থাকে তাঁদের স্বচ্ছ পরিষ্কার মন।
আসলে সভ্যতাটা মানুষই বোঝে,
বোঝে নাকো জন্তু বা জানোয়ার।
এই মানবকূলে যারাই অসভ্য হয়,
তাদের জীবন হয়ে থাকে জেরবার।
মানুষের সভ্য হতে শিক্ষাও লাগে,
তার জন্য লাগে সভ্য অভিভাবক।
নইলে অসভ্যতাটাই শিখবে মানুষ,
কভু থাকবে না সভ্য হওয়ার সখ।
তাই অভিভাবকদের সভ্য হওয়ার,
জন্য চাই বহু কষ্টসাধ্য নানান চেষ্টা।
তবেই একদিন সন্তানেরা সভ্য হবে,
আর মিটবে মনের সন্তুষ্টির তেষ্টা।
সৈয়দ মোহাম্মদ ইসমাইল হোসেন _কবি ও লেখক