Take a fresh look at your lifestyle.

মালীর অপেক্ষা

704

 

আজ প্রায় বছর পার হয়ে গেল
স্কুল নামের বাগানগুলোতে
আর প্রজাপতিরা আসেনা

হরেক রকম পাখিরা
আর কিচির মিচির করে ডাকেনা ।

জানো ওরা সকাল থেকে বিকেল পর্যন্ত
বাগানের ভেতর ঘুরে ঘুরে
স্কুল বাগানের মালির কাছে
অক্ষর জ্ঞান শিখত, মনের কথা বলত।

সত্যিকারের মানুষ হওয়ার গল্প শুনত

পরিচ্ছন্ন থাকার গল্প শুনত
শুধু মালির কাছে শুনতই না
সেগুলো পাতায় লিখে লিখে
মালিকে দেখাতো শুদ্ধ হয়েছে কি না?

জানো মালি সেগুলো মমতার ডালি নিয়ে
যত্ন করে দেখত ঠিক নিজের সন্তানের মত করে।
জানো আজও বাগানগুলো আছে
শুধু পাখিরা কিচির মিচির ডাকেনা
প্রজাপতি ভমরা ওরেনা।

কারণ চারিদিকে যে করোনা
তবু স্কুল মালি পথ চেয়ে বসে আছে
তাদের অপেক্ষায়।

 

সুমাইয়া জামান- কবি।

Leave A Reply

Your email address will not be published.