আমার চোখে আর পরাণের পাশে
মায়ের মুখখানি সর্বদা ভাসে,
এতো মায়া ভালোবাসা নাই কোনখানে
মা হারা যেইজন সেই শুধু জানে।
তোমার তুলনা কেউ নাই কোথা মা গো,
সারাদিন সারা নিশি মনে শুধু জাগো,
তোমার আঁচল যেন স্বর্গের ছায়া
মুখ খানি জুড়ে শুধু মায়া আর মায়া।
আমার কষ্টে তুমি ব্যথা পেয়ে কাঁদো
হয়তো বা তার কিছু বুঝি আধো আধো,
কতো যে তোমার প্রতি করি অবিচার
তবুও আমায় ভালো বাসো বেশুমার।
সেই শিশু থেকে আজ হয়ে গেনু বুড়ো
তবুও তোমার কাছে ছোট আছি পুরো,
এখনও কোলের কাছে নিয়ে চুমু খাও
বহু ভুল করি মা গো, ক্ষমা করে দাও।
রফিকুল্লাহ্_কালবী- কবি ও সাহিত্যিক