এমন একটা সকালের খুব প্রয়োজন,
যে সকালটাতে তুই থাকবি, থাকবে তোর অভিমান।
তোর আমার খুনসুটিতে মাতিয়ে রাখবো সকালটা। থাকবেনা কোন প্রখর রোদের প্রখরতা,
পেঁজা তুলোর মতো ঠান্ডা হাওয়া।
আর তোর আমার পেঁজা মনের মিষ্টি ভালোবাসা। এমন একটা সকালের খুব প্রয়োজন!
কফি কাপে চুমুক দিতে দিতে গল্প করা, দু’জনার চোখে চোখ রেখে অপ্রকাশিত কথাগুলো। চোখের ভাষায় বুঝে নেয়া।
হয়তো কেটে যাবে অনেক প্রহর,
গল্পের শেষে ছলছল চোখে গেয়ে উঠবে সেই গান।
যে গানে মনে পড়ে যায় গোধূলি বেলায় কানামাছি খেলা।
মেঘলা আকাশের মেঘগুলো সরে গিয়ে,
নীল সাদা মেঘে ঢেকে যাবে, হাসবে সূর্যিমামা। মুখরিত হবে প্রকৃতির অবয়ব।
এমন একটা সকালের খুব প্রয়োজন,
গোলাপ হাতে লুকিয়ে রেখে, দরজায় কড়া নেড়ে হঠাৎ, খোপাতে গুঁজে দিয়ে বলবি, পাগলিরে আমি তোকে বড্ড বেশি ভালোবাসি।
তুই মন খারাপ করিসনা, চোখের দিকে তাকা, একটু হাস!
বসন্ত ছুঁয়ে দিবে, উড়বে পাখিরা আমাদের আহ্লাদ দেখে,
ফুল কলিগুলো পাপড়ি মেলে সুবাসিত করবে সকাল।
এমন একটা সকালের খুব খুবই প্রয়োজন,
হোক না কাছে কিংবা দূর থেকে ফোন আলাপে দু’জন হাসিঠাট্টায় মেতে উঠবো। সৃষ্টি হবে নানা কবিতার পাণ্ডুলিপি।
এমন একটা সকালের বড়োই প্রয়োজন,বারান্দায় টবের কলমিলতারা আমাদের প্রেম দেখে দুলবে। হওয়ায় ফুটবে ফুল সাদা বেগুনি রঙে,
বুলবুলি আর ময়না টিয়া পেখম তুলে নাচবে।।
লিলি ইসলাম – কবি ও সাহিত্যিক।