খোকসা স্বাধীন খোকসা স্বাধীন
সেই মাস এই দিন,
মুক্তমনের বিরল মানুষ
ইতিহাসের চিন্।
শিশু কিশোর গল্প শুনে
সাহসি হয় দেখ্,
ভন্ড জালেম দেখে দেখে
গোপন কাশে খ্যাক।
স্বাধীন চেতা মানুষগুলো
কোথায় গেল ডাক্,
চোর ধরিয়া হাত কেঁটে দে
বাজা নব ঢাক্।
রক্ত দিয়ে করছে মুক্ত
তারাই হলো মুক্তি,
এমন দিনে তাদের তরে
রইলো কবির ভক্তি।
ঐ ছেলেরা এই মেয়েরা
গড়তে হবে দেশ,
কুচকাওয়াজে চালাও ট্রেনিং
এই মাটিতেই শেষ।
ওয়াজেদ আলী- কবি, সাহিত্যিক, সংগটক