মেঘের সাথে কথা হলো
একটা অচিন পাখির,
জিজ্ঞেস করলো মেঘকে, বলতে পারো
এই দেশের কি নাম?
কেন এখানে এত গুলির শব্দ?
কেন এখানে এত মৃত্যু, আগুনের ধোঁয়া?
এমন কেন হচ্ছে?
মেঘ তখন গুমোট কালো মুখে বলল,
দেশটির নাম বাংলাদেশ,
শোষণ আর অত্যাচারের শৃঙ্খলে
বন্দি একটি দেশ, বাংলাদেশ।
পরাধীনতার শৃঙ্খল থেকে
মুক্তি পেতে চায় ওরা,
তুমিই বলো পরাধীন কে থাকতে চায়?
এই যে তুমি স্বাধীন ভাবে উড়ছ,
মনের সুখে গাইছ,
কেউ তো তোমাকে করে না কোনো অত্যাচার।
আর এদেশের মানুষের সব কিছু, সব সুখ
কেড়ে নিয়েছে ঘৃণ্য, বর্বর পাকিস্তানীরা,
তাই তো এই যুদ্ধ,
মুক্তির জন্য যুদ্ধ,
একটি পতাকার জন্য যুদ্ধ।
ওরা মুক্তি চায়,
ওরা বন্দিশালার শিকল ভাঙতে চায়,
ওরা পারবে, ওদের বিজয় হবেই হবে।
পাখিটিও বজ্রকণ্ঠে বলে উঠল,
হে বিধাতা! ওদের মুক্তি দাও, মুক্তি দাও।
ফারুক হোসেন_ কবি ও লেখক