প্রতিটা মুহূর্তে কথা বলি আমি আমার-ই সাথে
নিজস্ব আত্মার গল্প,
অনুচ্চস্বরে অব্যক্ত হৃদয়ের কথামালা যতো,
অভিমানের চাদর জড়িয়ে তারই সাথে
কাটাই প্রহর শত!
তুমি কি অচেনা আমার?নিত্যই তোমার সুর আমার হৃদয়ে বাজে জলনুপুরের ঘুঙুর আওয়াজে,
কখনো নৈঃশব্দের অগণন সুর তোমাকে-আমাকে
ঘিরে থাকে
তবু বুঝে নেই তোমার অনুক্ত কথোপকথন, আমার-ই অনুভবে।
বোঝাপরা হয় দ্বিধাহীন চিত্তে, আগলে দাঁড়াও এসে তুমি,
যখন আমার স্বপ্নের ফেরিওয়ালা হাতছানি দেয় মনে।
তোমাকেই মনে হয় ভীষণ প্রাচীর
আমার স্বাধীনতার!
অথচ তোমাকে জানি আমার প্রিয়তা
আমার অভিন্ন আত্মা!
মাঝে মাঝে তুমিই কি হও মুখোমুখি!
বিষাদের মেঘ ছেড়ে ছুঁতে চাও রোদ
কুয়াশার আবরণ সরিয়ে দাঁড়াতে চাও
মুক্ত জীবনের মঞ্চে,
তোমাকেই প্রতিদ্বন্দ্বী ভেবে আমি লুকাই আমাতে!
হাছিনা মমতাজ ডলি-