প্রভু ক্ষমা করো আমি ট্রেন লাইন চ্যুত
আখেরাতে পাড় হবো যে সে বিষয়ে শঙ্কিত ।
করলাম কত জারিজুরি
কামাই অবৈধ টাকাকড়ি
রোজ হাশরে ভয়ে মরি, করো না আমায় লাঞ্ছিত।
হায়, আমি এ কী করিনু
ভোগের সামনে নতজানু
এতিম, দুঃস্থ, আত্মীয়দের না করি যেন বঞ্চিত।
প্রভু তুমি দিয়েছ আমায় স্বাধীনতা অপার
তাইতো উড়াই ইচ্ছে ঘুড়ি, অগাধ জলে সাতার।
ষড়রিপুর মোহে ডুবে
মেতে প্রেমের উৎসবে
জানিনা আমার কী হবে, দিলে মোহর অঙ্কিত।
তোমায় ভুলে গিয়ে আমি
করি নফসের গোলামি
নিজ কর্মে নিজে আমি আছি ভীষণ লজ্জিত।
পেয়ে নিয়ামত তোমার
করিনি শোকর গুজার
অপচয় করে বেশুমার এখন খুবই বিব্রত।
রহমান, তুমি তো রহিম
করুণা তোমার অসীম
ঈমানের পথে মহিম, আমায় করো সুসজ্জিত।
আমিন।
নূরুল আলম- কবি।