নিজেদের নিয়ে সীমাবদ্ধ হতে আসেনি মুসলিম দুনিয়া মাঝে
আল্লাহর খলিফা হতে হবে তাকে ছড়িয়ে পড়তে হবে কাজে।
দুনিয়ায় আল-কোরআন আসেনি শুধু তেলাওয়াত শেষে চুমু খেতে
জায়নামাজে বসে গভীর ধ্যানে নামাজ শেষে তসবি
নিয়ে হাতে।
সুফি সাধক আশেকি পোষাক যেন ভ্রুক্ষেপ নেই কোনো খানে
লোকটি খুবই ভালো বুঝি প্রচারিত হবে তো সবখানে ।
তোমরাতো ভাবনা রাসূলের সুন্নাত পূর্ণাঙ্গ ঐ রাষ্ট্র কাঠামো
নিজেদের মতো করে ভাবলেই হবে না, ভাবো রাসুলের সম।
উদ্বেগ থাকবে তোমার চিন্তা-চেতনায় দ্বীন ইসলাম বাস্তবায়নে
খলিফা গণ যেমন শাসন করেছেন কোরআন-হাদীসের আয়োজনে ।
তারাই পৃথিবীতে আমাদের মডেল মনগড়া কোন সিস্টেমে নয়
কোরআন-হাদীসের বহির্ভূত সিদ্ধান্ত আমাদের পালনীয় নয়।
দায়িত্ববোধটা হবে অর্ধ পৃথিবীর খলিফা উমরের মতো
প্রয়োজনে কঠোর ন্যায় পরায়ন ফের জায়নামাজে সেজদা অবনত।
সরদার মুক্তার আলী – কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।