Take a fresh look at your lifestyle.

মৃত্যুর অঙ্গন

254

 

দূরের কালো মেঘের কুণ্ডলী ধেয়ে আসা
অতীত যেন আজও তার সেই অবয়ব পথে অত্যাচারিত বর্গী কিংবা ইংরেজদের জুতোর তলায় চাপা মৃত্যুর স্তুপ|

আজ এই ভাঙা কায়া কেউ নেবে না, কেউ দাম দেবেনা, কিন্তু এই কায়া ছিল অতীতের গোলাপের সুগন্ধি ভরা ভ্রমরের বাসা |

আজ শুধু এই কায়াতে কান পেতে
শুনতে পারবে ডুকরানো হৃদয়ের
কিছু অপরিসীম ইচ্ছের কথা |

এই নদীর কলকল কুলকুল শব্দে
বেঁচে থাকা হাওয়া বয়ে নিয়ে আসে
ক্ষুধার জ্বালা,এই পারে থাকা ক্ষুধা
ওপারে একই, নেই ভিন্নতা|

আচ্ছা এই নীরস কাষ্ঠ বৃক্ষ আর আমি
একই স্বপ্নের বুনন করি,কি জানি?
হাসতে হাসতে চোখের পানি শুষে নেয়
দাঁড়িয়ে থাকা বর্তমান ||

রাজদীপমজুমদার – কবি, লেখক, সাহিত্যিক ও সংগঠক

Leave A Reply

Your email address will not be published.