Take a fresh look at your lifestyle.

মেয়ে তুমি

1,082

 

মেয়ে তুমি করছো কেন
এত রূপের বড়াই?
এসো, মাথা থেকে কিছু
দর্প, অহম সরাই।

জীবন কিন্তু সহজ নয়
অনেক কঠিন চড়াই
বাঁচতে গেলে করতে হয়
পারিপার্শ্বিক লড়াই।

পর্দা করা ফরজ, কিন্তু
পরোয়া করো থোড়াই
তাইতো তোমার জন্য খোলা
ইভটিজিং এর সরাই।

অনেকে কিন্তু সাঁকোতে তুলে
পাড়ে বসে নড়া’ই
বাইরের দুনিয়াটা ভাববে
জ্বলন্ত এক কড়াই।

ইচ্ছে করে কাঁটাঝোপে
আলগা চুল জড়াই
দোহাই লাগে মেয়ে তুমি
করবে নাকো বড়াই।

আমার শিক্ষা রূপের চেয়ে
গুণের কদর করাই
এসো মনের ছাত্রটিকে
নতুন কিছু পড়াই।

 

মোঃ নূরুল আলম – কবি

Leave A Reply

Your email address will not be published.