Take a fresh look at your lifestyle.

যথার্থ সংঙ্গায় প্রেম

1,175

 

ইন্দ্রপুরী হতে আগত বিষ্ময়কর প্রেমের ঔন্নত্য ছুঁয়েছি।
আমি অনবরত হৃদ-পেয়ালায় পান করে চলি
স্বর্গীয় আঙ্গরস।
প্রেমে নেশাতুর উর্ণনাভ জালে আটকে রই দিবা-রাত্রির বৃত্তে।
অন্তরের সাথে অন্তরের সঙ্গমে লিপ্ত হই বারংবার।
তোমার অগ্নি -কণ্ঠে আমার অকুণ্ঠিত চিত্ত হয় উত্তপ্ত
আগ্নেয়গিরি ।

আমার উদ্দ্বীপনা বিরাজমান –
তোমার হৃদয়ে ধারণ করা এক অবিনশ্বর প্রেমানুভূতিতে ;
ভালোবাসাময় খরস্রোতা সংগীতের
আকর্ণিত সুর বয়ে চলে মন-তরঙ্গে।
হৃদয়ের অভ্যন্তরে হৃদয়ের স্পর্শে নাড়া দেয় অন্তরিন্দ্রিয়।

আমার বিবস্ত্র হৃদয় নিজেকে উন্মুক্ত করে তোমার
হৃদয়ের সম্মুখে।
ভালোবাসার চুম্বনে আঁকি একটি প্রেমের পবিত্রতা ।
অপার তৃপ্ততায় অনুভব করি ইন্দ্রিয়সুখ ।
যদি অন্তরের সাথে অন্তরের সঙ্গম উগ্রতাই হয়।
তবে ;আমি সে উগ্রতার বিন্দুতে দাঁড়িয়ে বর্ণিত হতে চাই-
” একটি শ্লীলতাপূর্ণ প্রেমের ঔৎকর্ষ্যে “!

 

নাদিরা ইসলাম নাইস- কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.