যদি মনে পড়ে, যদি ভালোবাসো
চলে এসো এই আশ্বিনে বরষায়।
আমি আজও অনুভুতির অনুরণনে,
শীতল হই তোমার আকন্ঠ মায়ায়।
আশ্বিনের বরষায় মন আকুলতায় হারায়,
আবার নিঃসঙ্গ গাংচিলের মতো-
ছটফট করতে থাকি একটা মাস্তুলের আশায়।
কতো সিন্ধু পেরিয়ে নিঃসীম আঁধার পেরিয়ে,
জীবনের পড়ন্ত লগনে, অবসন্ন মন
সেতো শুধুই তোমার অপেক্ষায়।
আশ্বিনের রারিধারা যেনো গহীনের
চাওয়া থেকে পাওয়া।
হৃদয়ের তানপূরা মেতে ওঠে সুরেলা বরষনে
হিমেল বাতাসে প্রকৃতি ডুবে যায় মহামিলনে।
যদি ভালোবাসো, সত্যি ভালোবাসো
তবে না হয় অভিমান ভুলে যাও।
আমি মহাকালের সাক্ষী করে নেবো,
তুমি সত্যিই আমার রথের সারথী হবে তো?
আমি দিব্যরথ থেকে বলছি এমন আশ্বিনে
আমি নতুন করে আবারও তোমার হবো।
বেদনার নোনাজল মুছে ফেলতে চাই.
তোমার পথের মানচিত্রে দাড়িয়ে
আজও আমি একা বড়ো একা।
পারভীন আকতার- কবিও সাহিত্যিক।