বয়সী বাতাসে তোমার ভালোবাসা
যেন ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমার কবিতায়।
পুড়া মাটির গন্ধ যেমন সৃষ্টি সুখের উল্লাসে
মাতাল বৈরী হাওয়া প্রবল উত্তালে।
ঠিক তেমনই তোমার প্রেমগুণে জ্বলছে আমার কবিতারা।
রাতের তারার মেলায় কখনো ছবি আঁকা
কখনো চাঁদৈর জোৎসনা আবির মাখা,
নদীর ঢেউয়ের তালে তালে উত্তাল আমার যৌবন,
ভরা পুকুরে টইটুম্বুর জল যেন টশমল
তোমার ছায়া পথে কথা বলে আমার কবিতা।
আমার প্রতিটি হৃদয় স্পন্দনে তোমার বিচরণ,
তাই খুব ভয় হয় আর কবিতারা জেগে রয়,
বন্ধনহীনতার প্রত্যাশার় মায়ার টানে।
যদি কভু ভূলে যাও,
ভূলে যাও এই কবিতা ?
দিলীপ গমেজ – কবি