গোলাপে জড়ানো তনুশ্রী
মুগ্ধতা নিয়ে দেখি।
লাল টিপ নয়ন মাঝে
যেন কবিতা লিখি।
সবুজ মাঠে চরণ ফেলে
হেটে চলো তুমি।
নীল কণ্ঠ পাখি যেন
মুগ্ধ হই আমি।
কালো কেশে উড়ন্ত মন
শুধু চেয়ে রই।
সাদা বকের পাখায় খুঁজি
প্রিয়া আমার কই?
আব্দুল মতিন – সম্পাদক, চেতনা বিডি ডটকম।