Take a fresh look at your lifestyle.

রুমাল কাব্য

380

 

একটি রুমাল যেন গুপ্ত ইতিহাস
নিগূঢ় খননে মিলে নিঃশ্বাস, প্রশ্বাস।
অথবা অন্তর কাড়া চাপা দীর্ঘশ্বাস,
উদার জমিনে পেলে অশ্রুর আভাস ?
বেদনার ঝুলকালি, ব্যাঙ্গ, উপহাস !
রুমালের মাঝে কারো হৃদয়ের বাস,
পুষ্প, পাপড়িতে সুপ্ত বুকের সুবাস,
আরক্ত লজ্জায় মাখা চপল বিভাস ।

দেনা পাওনা মিটানো, হিসাব নিকাশ,
মনের গোপন কথা, প্রেমের নিবাস।
সলাজ হৃদয় ভাষ্য বিমুগ্ধ প্রকাশ,
রুমাল ভুমিতে উপ্ত ভালোবাসা চাষ।
আয়ত, কি বর্গাকার ক্ষেত্রে অভিলাষ
অপূর্ব রুমাল কাব্য চেতনা বিকাশ ।

মোঃ নুরুল আলম – কবি ও লেখক

Leave A Reply

Your email address will not be published.