Take a fresh look at your lifestyle.

রুমাল কাব্য

280

 

একটি রুমাল যেন গুপ্ত ইতিহাস
নিগূঢ় খননে মিলে নিঃশ্বাস, প্রশ্বাস।
অথবা অন্তর কাড়া চাপা দীর্ঘশ্বাস,
উদার জমিনে পেলে অশ্রুর আভাস ?
বেদনার ঝুলকালি, ব্যাঙ্গ, উপহাস !
রুমালের মাঝে কারো হৃদয়ের বাস,
পুষ্প, পাপড়িতে সুপ্ত বুকের সুবাস,
আরক্ত লজ্জায় মাখা চপল বিভাস ।

দেনা পাওনা মিটানো, হিসাব নিকাশ,
মনের গোপন কথা, প্রেমের নিবাস।
সলাজ হৃদয় ভাষ্য বিমুগ্ধ প্রকাশ,
রুমাল ভুমিতে উপ্ত ভালোবাসা চাষ।
আয়ত, কি বর্গাকার ক্ষেত্রে অভিলাষ
অপূর্ব রুমাল কাব্য চেতনা বিকাশ

মোঃ নুরুল আলম _ কবি ও লেখক

Leave A Reply

Your email address will not be published.