গঞ্জে যাচ্ছি “ফুল”
যাবি?
সংক্রান্তির মেলা বসেছে
আয় কুয়াশার চাদর মেখে আজ দুজন পুতুল নাচ দেখবো
যাবি চল?
দুজন সন্তর্পণে শিরশিরে নীরব বহতার বাতাস নেবো গা’য়
দুর্বার কচি ডগার শিশির গুলো কে দুজন ছুঁয়ে ভালোবাসা জমাবো
“ফুল” যাবি আমার সাথে চল?
পুরাকীর্তির গোপন বিলাসীর সূত্রপাত ঘটাবো
ব্যাকুল বিবশে অবরুদ্ধ করবো প্রেমের অস্তিত্ব
আমরা অবতীর্ণ হবো!
চল আমার সাথে ফুল!
সব আবছায়া সরিয়ে শিহরণ জাগাবো দুজনার শান্ত মনে
কামস্তম্ভিত এই সন্ধ্যায় গড়ে তুলবো উন্মত্ত ঢেউ
ফুল চল মেলায় যাই
আমাকে নিমজ্জিত করবি
দু’চোখ ভরে তোকে দেবো গভীর প্রেম!
আবাধ্য হবো দুজন
নিজেকে একটু অবতীর্ণ কর
পাতার পল্লবে লজ্জা ঢেকে আজ চল
ফুল যাবি আমার সাথে?
প্রকৃতির স্তব্ধতায় আজ আমরা প্রেমের চোখে আগ্নেয়গিরি হবো!
তোর হাসিতে আজ আমরা নিরুদ্দেশ হবো।
মিতা – কবি ও সাহিত্যিক।