আমি
ক্লান্ত পথিক এক
নিরন্তর ছুটে চলেছি
শেষ প্রান্ত হতে।
একটি বসরাই
গোলাপ কুঁড়াতে।
এখনো
বদলাতে পারিনি
এতোটুকু ও
পারিনি মনের
সাথে প্রতারণা করতে।
আমি
ক্লান্ত নির্জন দুপুরে
একাকী গাংচিল।
ভাঙ্গা মাস্তুলে
কটাক্ষ সূর্যের হাসি।
আমি
ক্লান্ত নিঃসঙ্গ রাত
আমার ফেঁটে যাওয়া
হৃৎপিন্ডে রক্তক্ষরণ।
নিঃসীম আকাশ!
আমি
আমারেই গলাটিপে
করি খুন।
শুরু থেকে শেষ পযর্ন্ত
বিষন্নতার বলয়ে
খুঁজি একটু আশ্রয়।
আমি
এখন ক্রমান্বয়ে,
লাইফ সাপোর্টে
যাওয়ার পরিকল্পনায়
নিজেকে তৈরী করছি।
কারণ-
তুমি আমার দৃষ্টির
সীমান্ত অতিক্রম করছো
একটু একটু করে।
অতঃপর
আমি ভালো নেই।
আমি ভালো নেই
পারভীন আকতার- কবি,সাহিত্যিক ও সংগঠক।