তুমি চলে যাচ্ছো
যাও…!
তোমার সাথে নিয়ে যাও
সূর্যটা কে,
আমার এই ছোট্ট মনে
ছিলোনা কোনো আলো,
তুমি যাওয়ার পরও
থাকবেনা কোনো আলো…!
আমার কথায় তুমি বললে
এমন করে বলোনা,
আমি যেতে পারবোনা…!
তোমাকে অন্ধকারে রেখে
সাথে নিতে পারবোনা,
সূর্যটা কেও…!
আর বললে
ইচ্ছে করলেও ছুঁতে পারবোনা,
তোমাকে
পারবোনা দেখতেও…!
আমি বললাম
এই কয়দিন ছিলাম,
এতো কাছাকাছি
কখনো ছুঁয়ে দেখেছো আমায়…!
তখন একটু কাছে এসে
তোমার দু’হাত দিয়ে,
আমার মুখখানি তোমার
দু’হাতে তুলে ধরে বললে,
এ হাত ছুঁয়েছে তোমার মুখ
এ হাত কি আর পাপ,
করতে পারে…!
আর আমি বলেছিলাম
আমি শুধু তোমার হয়ে,
থাকতে চাই
এখন, আগে, পরে, আজীবন…!
তুমি ধীর পায়ে চলে গেলে
আসবে বলে,
আমি থাকলাম তোমার
আসার অপেক্ষায়…!
ফিরে এলেনা আজও
হয়ে আমার সাদা মনের,
“লাল গোলাপ “…!
সালমা বেগম- কবি ও সাহিত্যিক।