ঐ যে দেখ মেঘের কোলে
নানা রঙের সিঁড়ি,
ইচ্ছে হলেই বৃষ্টিরা সব
নামে ঝিরিঝিরি।
ঐ যে দেখ আকাশ পথে
সাদা বকের ঝাঁক,
মাছরাঙাটা যেমন আছে
তেমন বসে থাক।
ঐ যে দেখ নদীর চরে
সাদা কাশের বন,
হারিয়ে যাও যেথায় খুশি
ইচ্ছে যতক্ষণ।
ঐ যে দেখ ঝিলের জলে
পানকৌড়ির ছানা,
ঝাপটা মেরে উড়ে গেলো
বেলেহাঁসের ডানা।
ঐ যে দেখ গাছের ডালে
কুসুম ফুটে থাকে,
ঝোপের মাঝে আকুল হয়ে
ডাহুক পাখি ডাকে।
ঐ যে দেখ বড়শি ফেলে
জেলেরা চুপচাপ,
একটু দূরে দামাল ছেলে
পানিতে দেয় লাফ।
এমনি করে বাংলাদেশে
শরৎ আসে বেশ,
ইচ্ছে হলে কলার ভেলায়
ঘুরতে পারো দেশ।
রফিকুল্লাহ কালবী- কবিও সাহিত্যিক।