তোমার এই জাহানে রয়েছে কত
অপরূপ সৃষ্টির নীড়,
কতকিছু আমাদের কেড়ে নেয় মন
ফিরিয়ে দেয় প্রাপ্তি নিবিড়।
কতইনা পাপের বোঝা বয়ে চলা স্রোত
হয়েছি রঙিন ফানুস,
তোমার নামেই শান্ত হয় এই মনের ক্রোধ
তাই পেতে চাই শান্তির একটুকু নীড়।
কত কিছু ভেবে রাখি হয়ে যায় উল্টা
পাই না তার খোঁজ,
তুমিতো ভালো মন্দের মালিক ওগো রাব্বানা
রেখো এই পাপী বান্দার খোঁজ।
তুমি দিও সদা ভালো কিছু দিও বুঝার অন্তর
রাখি যেন তোমায় মনে,
থাকি যেন ভালোবেসে, রাখি যেন ইসলামের মান, চলি যেন ভালো পথে।
ভুলতে দিওনা তোমায় নিয়ে এসো ইসলামের
পথে সদা থাকি যেন শান্তির ছায়াতলে,
তা না হলে আখেরাতে তোমার সাক্ষাৎ ওগো দয়াময় আমি পাব কি করে।
নাদিরা ইসলাম নদী- কবি ও সাহিত্যিক।