শীত এলো
খুউব সকালে
দখিনা দূয়ার খুলে
একমুঠো রবির আলো নয়
যেন এক পশলা কুয়াশা এলো আমার ঘরে!
তবে কি শীতের পাখি ডানা খুলছে একটু একটু করে!
দূরের বাঁকে সর্ষে ফুলের সুবাস আসে—
মন কেমন করা উতলা হাওয়া
কি যেন নেই,কি যেনো নেই
বলছে ডেকে নিঃসঙ্গ ঘুঘুর অবিরাম ডেকে যাওয়া।
তবে কি শীত এলো শহর জুড়ে —-
মনের বাগানে ঝরা পাতার বিরহ ছুঁয়ে দিয়ে!
যেথায় ফুল ঝরে যায়,প্রজাপতির রঙ মুছে যায়
পৌষালী শীত এলো যেন আজ শহরের শরীর জুড়ে।
দুহাতে আজ রোদ ছোঁবো
কুয়াশা জড়িয়ে একলাই চাঁদ হয়ে জোছনা ছড়াবো
বিজন বনের সবুজ পাতায়!
উড়ে যাওয়া পরিযায়ী পাখীর ডানায়—-
শীত এলো শীত এলো, কতদিন পরে
দেখো আমার ঝুল বারান্দায়!
হাছিনা মমতাজ ডলি – কবি