ঘুম রাজ্যের সিংহাসনের সম্রাজ্ঞী
শুধু একটি দিন তোমার কাছে চলে যাবো,
মাত্র একটি রাত নিঝুম ঘুমে বিভোর থাকবো
কেউ একটু ডাকবেনা, আমিও যেনো সেই রাতে
কিচ্ছুটি ভাবিনা সবকিছু যেনো ভুলে যাই
অতি গভীর ঘুম যেনো আমায় আলিঙ্গনে রাখে।
একটি রাত শুধু ঘুমের পরশে নিস্তেজ হতে চাই
ঘুমের জন্যে কত পথ্য দিল চিকিত্সক কিন্তু
আজোব্দী ঘুম আমায় একটু আপন করলো না
এতো ডাকি, এতো ভালোবাসি, এত সমাদর করি
তবু সে আমায় আপনতো করেনি ফিরেও দেখেনা।
কেনো সে আমায় একটুও সঙ্গ দেয় না !
কেনো সে এত এড়িয়ে চলে আমায়
জন্ম থেকে জীবনের ক্ষণে প্রতিক্ষণে,
কি যে কষ্ট আমার এতো করে মিনতি করি
এমন পাষান হৃদয়ে গ্রাহ্যই করেনি আজো
মমো ব্যকুল হৃদয়ে করা আকুল মিনতিটি।
শুধু একটি দিন তোমার কাছে ছুটে যেতে চাই
দেবে আমায় তোমার কাছে এতটুকু ঠাঁই?
দুটি আঁখি মুদে রবো তব শীতল পরশের আশায়
দেখবে ঐ পরশখানি অনায়াসে নিদ আড়ষ্ট করবে আমায়,
নিঠুর অনিদ্রা হারিয়ে যাবে চিরতরে আমার নয়নাঙ্গিনা থেকে ।
একটি দিনের জন্য আমাকে একটু সময় দাও
হে নিদ্রার রাজ্যের রাজরাজেশ্বরী বেশি নয়
মাত্র চব্বিশটি ঘণ্টা আমায় তোমার সাথে নাও ।
রওশন চৌধুরী- সহ সম্পাদিকা চেতনা বিডি ডটকম।