Take a fresh look at your lifestyle.

শুধু তোমায় চেয়েছি

243

 

তোমার কাছে আমি কিছুই চাইনি,
আমি শুধু তোমায় চেয়েছি|
তুমি আমায় ভালোবাসো আমি চাইনি,
আমি শুধু তোমায় ভালোবাসতে চেয়েছি|
তুমি আমায় দেখো আমি চাইনি|
আমি শুধু দুচোখ ভরে তোমায় দেখতে চেয়েছি|
তোমার স্বপ্নে আমাকে সাজাও আমি চাইনি,
আমার স্বপ্নে তোমার রঙ ছড়াতে চেয়েছি|
আমার ভালোবাসায় তোমার সম্মতি চাইনি,
শুধু তোমায় ভালোবাসার অধিকার চেয়েছি|
তুমি আমার নামের মালা জপ আমি চাইনি,
আমি তোমার নামে শেষ হয়ে যেতে চেয়েছি|
তোমার ভাবনায় আমায় ভাসাও আমি চাইনি,
আমার ভাবনার মেঘে তোমার বৃষ্টি চেয়েছি|
তোমার কাছে আমি কিছুই চাইনি|
আমি শুধু তোমায় চেয়েছি|

 

টুম্পা পাল – কবি ও সংগঠক। 

Leave A Reply

Your email address will not be published.