জালিম দুশমনের সাথে লড়তে অস্ত্র প্রয়োজন,
অদৃশ্য শয়তানের সাথে লড়তে জ্ঞান করি অর্জন,
তাই আগে জ্ঞান পরে ঈমান
শুনো হে কামেল বিবেকবান
জীবন পথের অলিগলিতে খান্নাস করি নিধন-।।-ঐ
জালিমদের ইন্দ্রীয় গুলো বড়োই বেঈমান
উশৃংখল মূর্খ নেই তৌহিদ ঈমান
ঝরা পাতার মতো তাদের জীবন
তাই তো সমাজ থেকে সভ্যতা বিরান
উড়িয়ে দাও তাদের মনে কালেমার নিশান
শুনো হে কামেল বিবেকবান
জীবন পথের অলিগলিতে খান্নাস করি নিধন-।।-ঐ
যুদ্ধ নয় শান্তির ফয়সালা কোরআন সংবিধান
নাবীর সন্নাহ বিলিয়ে ভেঙে দাও বৈষম্য ব্যবধান
একই বুক পিঠ থেকে আসা যতো প্রাণ,
কেউ কারো নয় পর আমরা আদম সন্তান
মিলেমশে থাকি করি আলোক সন্ধান
শুনো হে কামেল বিবেকবান
জীবন পথের অলিগলিতে খান্নাস করি নিধন-।।-ঐ
মাসুদ রানা মাসুদ – কবি ও সাহিত্যিক,
আরব আমিরাত, দুবাই ।।