হঠাৎ শখের বসে রোদ গায় বৈকালী সুর,
শিরোনাম না থাকায় বাদ পড়ে চোখের খবর,
মন জানে আমরা প্রত্যেকে নকল আঙুর।
গলি না,পচি না। আমাদের জোটে না কবর।
উদ্বেল কন্ঠে, কৃত্রিম হাসাহাসি চলে।
তুমি লেখো, আমি পাই অজস্র বানানের ভুল।
পশ্চিমে মন রেখে, লড়ে যাই পূর্বাঞ্চলে।
তোমার আঁচল জানে কোথায় আমার শ্বাসমূল।
দূরত্ব বেচে দিয়ে কিনি ‘একাশূন্য’ মাদক।
বাইরে থেকে, কেউ বোঝে না, আমরা কী ভীষণ মাতাল!
কাঠগড়া প্রতিদিন জানায় আমরা প্রতারক।
একই সমুদ্রের আমরা মরে যাওয়া উথাল-পাথাল।
ঘাসের হৃদয় চুয়ে জমছে যে আহত শিশির,
তার বুকে ভোর হোক।রোদ শিশু তারই কোলে থাক।
মন জানে আমরা দুজনেই সময়-ফাঁসীর
দড়ি পরে ঝুলে থাকা আশ্রয়হীন ছত্রাক। জামিল হাদী
জামিল হাদী_ কবি,লেখক, শিল্পী,সাহিত্যিক ও সংগঠক