তোমার বাৎসল্য কাটে
রঙিন স্বপ্নের অঙিনাতে |
আমার বাৎসল্য কাটে
ঝড়ের দাপটে ফুটপাতে ||
তোমার দিন শুরু হয়
বায়নায় আবদারে|
আমার দিন শুরু হয়
অনিশ্চয়তার আঁধারে ||
তোমার রাত্রি কাটে
মায়ের কোলে মাথা রেখে |
আমার রাত্রি কাটে
খোলা আকাশের তারা দেখে ||
তোমার দিন যায়
আনন্দ আর খুশির খেলায় |
আমার দিন যায়
হাত পেতে পথ চলায় ||
তোমার খিদে নেই
তোমার ঘরে মজুদ খাবার |
আমি করি খাই খাই
আমার ঘরে অনাহার ||
বইয়ের বোঝা বইতে গিয়ে
তুমি বড়ই ক্লান্ত |
স্কুলের দরজায় দাঁড়িয়ে
আমি বড়ই বিভ্রান্ত ||
তোমার শৈশব কাটে
স্নেহে , ভালোবাসায় |
আমার শৈশব কাটে
তাচ্ছিল্যে অথবা দয়ায়||
টুম্পা পাল- কবি ও সংগঠক।