শ্যামলা মেয়ে মিষ্টি মেয়ে
কোথায় তুমি থাকো
বৃক্ষতলে দাঁড়িয়ে মনে
রঙিন ছবি আঁকো।
অপরূপা লাগছে তোমায়
পড়েছো যে শাড়ি
সঙ্গে আমি ঠিকই যাবো
আজকে তোমার বাড়ি।
বলবো আমি তোমার বাবা
এবং তোমার মাকে
এই মেয়েটা মনের মাঝে
রঙিন ছবি আঁকে।
শ্বশুর বাড়ি দেন পাঠিয়ে
আর যে দেরি নয়
সেথায় গিয়ে করবে ঠিকই
সবারই মন জয়।
মোঃ হুমায়ুন কবির- কবি।