বন্ধুরা আমি কিছু বলতে চাই উচ্চস্বরে
পদ্মা মেঘনা যমুনার তীরে মহাসভা করে।
নীল আকাশে মুক্ত বাতাসে নির্দ্বিধায়
হিংস্র থাবা মুক্ত প্রকৃতিতে বিনা বাধায়।
আমার দাবিগুলো ছড়িয়ে যাবে দ্রুত
তোমরা শুনতে যদি থাকো প্রতিশ্রুত।
ফাঁপড়ে ফাঁপড়ে ভিতরটা হচ্ছে ক্ষতবিক্ষত
হৃদপিন্ডে রক্ত জমাট বেঁধেছে যতো।
বহমান নদী গুলোর স্রোতের সাথে মিশিয়ে
বঞ্চিত হৃদয়ের আবেগঘন ভার মুক্তি দিয়ে
আমি আমরা সকলেই নাগরিক অধিকার চাই
পদ্মা মেঘনা যমুনা তিরের এই মহাসভায়।
আর রক্ত নয়, লাশ নয়, নয় হিংসা বিদ্বেষ
এদেশ তোমার আমার সকলের বাংলাদেশ।
সরদার মুক্তার আলী- কবি, ছড়াকার ও মডারেটর চেতনায় সাহিত্য।