অন্ধকার – পৃথিবীজুড়ে অসীম অন্ধকার
সময় ছাড়িয়ে গেছে
জাহেলি জামানার সকল পাপাচার
দিকে দিকে আজ বিপন্ন মানবতা।
মানুষ ভাবে না কী তার
নৈতিক কিংবা সামাজিক দায়বদ্ধতা।
যেহেতু আঁধার সংহারে আর আসবেন না কোনো নবী
তাই সময়ের নিরঙ্কুশ দাবী —
নবীর সিরাতই চিরমুক্তির পথ
ভাঙতে অন্ধকারা,
জীবনে চাই চর্চা নবীজীবনের ধারা।
আবু সাইফা – কবি