তুমি থাকো নির্জন গুণ্ডী
আমি হয় অদৃশ্য সঙ্গী।
যখন দেখ তুমি অন্ধকার
করি আমি আলোর সংস্কার।
তুমি যখন লড়ায়ে মাতো
আমি তখন হাতিয়ার।
যখন তুমি দুঃখের মালা গাঁথো
তখন আমি সেই মালারি সুতো।
তুমি খুঁজো সুখের দ্বীপ
আমি সেই দ্বীপে দুঃখের প্রদীপ।
চলি আমি ধিকি ধিকি জ্বালিয়ে,
তোমার সুখের ঝড়ো হাওয়া
দেয় যে নিভিয়ে।
শাপলা মিরা – কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।