‘পূব’ আকাশে ওই যে অনেক দূরে
জগৎ আলো করি
কোমল হৃদয় হরি
গাছগাছালির মাথে
উঠছে ‘রবি’ প্রাতে
ছাতার মতন আকাশটাকে ফুঁড়ে!
আলোকরশ্মি পড়ছে সবুজ খেতে
পাগল করা ভোরে
সোনার বরণ ধরে
পাতায় পানি ঠিকই
করছে ঝিকিমিকি
আনন্দে আজ উঠছে হৃদয় মেতে!
অবাক চোখে দেখছে তালের সারি
জগৎ জীবন ভুলি
আকাশে শির তুলি
নতুন সাজের ধরা-
তার এ পাগল করা
রূপের কাছে হার মেনেছে নারী!
বিষ্ণুপদ বিশ্বাস – কবি ও সাহিত্যিক।
বর্ধমান, ভারত।